কাশ্মীর সীমান্তে তৎপর পাকিস্তানি সেনারা, সতর্ক অবস্থায় ভারত

0
77
সীমান্তে সতর্ক অবস্থায় ভারতীয় সেনারা।

পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) তৎপরতা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনারা। বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য গেছে বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ঘটনায় ভারতীয় সেনাদেরকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বুধবার ভোরের দিকে তাঙ্গধর গ্রামে সন্দেহজনক গতিবিধি দেখা যায়। কিন্তু সময় থাকতে পদক্ষেপ করায় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা।

এর আগেও একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছিল ভারত সম্প্রতি বেশ কয়েকবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে ভারতীয় সেনারা। কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পার করে কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছিল। সেই ঘটনা স্যাটেলাইটে ধরা পড়ে। ভারতীয় সেনার চেষ্টায় অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হয়। ওই জায়গা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন ভারতীয় সেনারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে