সড়ক দুর্ঘটনায় চিত্রশিল্পী আব্দুস সালাম এর মৃত্যুতে নোঙর পরিবাবর গভীর ভাবে শোকাহত

0
330
বাস চাপায় নিহত চারুকলা শিল্পী আব্দুস সালাম।

সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট চারুকলা শিল্পী আব্দুস সালামের (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বাস চাপায় নিহত চারুকলা শিল্পী আব্দুস সালামের কিছু চিত্রকলা।

গত রোববার সকাল সাড়ে ৭টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর কাঁচাবাজারের সামনের সড়কে পথচারী আবদুস সালামকে একটি দ্রুতগামী বাস চাপা দেয়।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাস চাপায় নিহত চারুকলা শিল্পী আব্দুস সালামের কিছু চিত্রকলা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসব তথ্য দিয়েছেন সাভার ট্রাফিক পুলিশ সার্জেন্ট আশিকুর রহমান বোরহান।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান জানান, ঘাতক বাসটিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, প্রতিভাবান ও প্রসিদ্ধ এই চারুকলা শিল্পীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শহরের শোলাকিয়া খরমপট্টি এলাকার হাজী মো. এরশাদ উল্লাহর ছেলে তিনি। রাজধানীর সোবহান বাগ কলাবাগানের মিশু খান লেক এলাকার সস্ত্রীক বসবাস করতেন। তার দুই ছেলে কানাডায় লেখাপড়া করছেন।

শিল্পী আব্দুস সালামের অকাল মৃত্যু সংবাদে কিশোরগঞ্জ শহরের শোকের ছায়া নেমে এসেছে।

বাস চাপায় নিহত চারুকলা শিল্পী আব্দুস সালামের কিছু চিত্রকলা।

তীক্ষ্ণ দৃষ্টি ও মেধা সম্পন্ন শিল্পী আবদুস সালাম নব্বইয়ের দশকে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয় থেকে লেখাপড়া শেষে ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে কাজ করছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে