চট্টগ্রামে নতুন ৩ জনের দেহে করোনার সংক্রমণ

0
12

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংক্রমণের হার ৩ দশমিক ১২ শতাংশ।

চট্টগ্রাম, ৩ সেপ্টেম্বর, ২০২২ (নোঙরনিউজ) : সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ও নগরীর ছয় ল্যাবে গতকাল এ অঞ্চলের ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে শহরের ২ এবং হাটহাজারীর এক জনের দেহে করোনার পাওয়া যায়। ফলে জেলায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৭৪৮ জন। এতে শহরের ৯৩ হাজার ৮৫৫ এবং গ্রামের ৩৪ হাজার ৮৯৩ জন। করোনায় মৃতের সংখ্যা এখন ১ হাজার ৩৬৭ জন। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় শহরের ২টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করলে হাটহাজারীর একজন পজিটিভ হন। এছাড়া, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ১, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০, এপিক হেলথ কেয়ারে ৮, মেট্রোপলিটন হাসপাতালে ৪ এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

ল্যাবভিত্তিক সংক্রমণ হার পাওয়া যায়, বিআইটিআইডি’তে ৮ দশমিক ৩৩ ও সিভাসু’তে ৭ দশমিক ৬৯ শতাংশ এবং আরটিআরএল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ০ শতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে