


ঢাকা: বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭, নোঙরনিউজ ডটকম: এবছরের ১০-১২ মে ঢাকায় অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে ৩য় এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) মিডিয়া সামিট (3rd ABU Media Summit on Climate Change & Disaster Risk Reduction) আয়োজন উপলক্ষে বুধবার বিকেলে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিসভা করেছে তথ্য মন্ত্রণালয়।
তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে সম্মেলনের নির্বাহী আয়োজক সংস্থাদ্বয় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদফতরের প্রতিনিধিবৃন্দ সভায় যোগ দেন।
সকলের জন্য তথ্যঃ গণমাধ্যমের মাধ্যমে প্রাণরক্ষা (Information for all: Saving Lives through Media) প্রতিপাদ্যকে সামনে রেখে এ সম্মেলনে এবিইউ সদস্য ৬৯টি দেশের প্রায় ৩৫০ জন বিশেষজ্ঞ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা, দুর্যোগকালীন জরুরি সম্প্রচার ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবেলায় সম্প্রচারকারীদের বাস্তব অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে সভায় জানান তথ্যসচিব।
মরতুজা আহমদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংেেঘর ‘চ্যাম্পিয়নস অভ্ দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ বিশ্বের বুকে যে অনন্য নজির স্থাপন করেছে এবং এদেশে গণমাধ্যমের যে দ্রুতবিকাশ ঘটেছে, আসন্ন এবিইইউ সম্মেলনে তা তুলে ধরা হবে।’
এসময় অতিথিদের আবাসন, সেবা ও পর্যটনের বিষয়সহ সম্মেলনে প্রদর্শনের জন্য আন্তর্জাতিকমানের ভিডিও ও তথ্যচিত্র নির্মাণেরও নির্দেশনা দেন তথ্যসচিব।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাদী আঞ্জুমান আরা, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক কামরুন নাহারসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য অধিদফতর এবং বাংলাদেশ বেতারের কর্মকর্তাবৃন্দ সভায় বক্তব্য রাখেন।