প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই বিশ্ব জয় করবে : পলক

0
535
সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে তিন মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের মাঝে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: ইন্টারনেট

নাটোর, রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭ (নোঙরনিউজ) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই বিশ্ব জয় করবে। এই লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ ও বিশ্বমানের প্রশিক্ষনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে তিন মাস ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের মাঝে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, তরুণদের প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে জেলায় জেলায় আইসিটি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করছে সরকার। তরুণদের উচিৎ এসব প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মডেল হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের অনন্য অবদানের কারণেই এই অর্জন সম্ভব হচ্ছে। এই লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রনয়ন করে তার বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে।
তিনি বলেন, অতীতের সরকারের মত তরুণদের আর মাদক ও কালো টাকার প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করা যায়না, তারা প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে অনলাইন আউটসোর্সিং কাজে ব্যস্ত সময় অতিক্রম করছে, আয় করে আত্মনির্ভরশীল হচ্ছে।

পলক বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধ ঘোষনা করেছে। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আমরা দেশের মানুষের জন্যে সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, ৩৭ বছরের পিছিয়ে পড়া বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে। সেদিন বেশি দুরে নয়, আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে যেদিন বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে