নদ-নদী খাল-বিল রক্ষায় বাধা আসে আদালত থেকেও : পূর্তমন্ত্রী

0
800

ঢাকা, ০১ ডিসেম্বর ২০১৭ (নোঙরনিউজ) : রাজধানী ঢাকার বিভিন্ন নদ-নদী খাল-বিল বেদখল হয়ে যাচ্ছে। ভূমিদস্যুরা শহরের নিম্নাঞ্চল ভরাট করছে। কিন্তু সেগুলো উদ্ধার করতে গেলে সরকারকে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। বাধা আসে আদালত থেকেও। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, আমরা সিএস খতিয়ান দেখে ড্রেজার লাগিয়ে দেই। সেখানে কে কী স্থাপনা করেছে সেটা আমার দেখার কথা না। কিন্তু এখন হাইকোর্টে গেলেই দেখা যায় স্টে (স্থগিতাদেশ) করে দেয়। স্যরি, আমি বলতে বাধ্য হচ্ছি,মনে হয় যেন আদালতে আমাদের মাননীয় বিচারপতিরা বসে আছেন স্থগিতাদেশ দেওয়ার জন্য। গত বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত প্রয়াত সাংবাদিক এম ওমর ফারুকের স্মরণসভা ও পরিবারকে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিচারকদের প্রতি সম্মান রেখেই মন্ত্রী এসব কথা বলেন।

নগর পরিকল্পনাবিদদের উদ্দেশে মন্ত্রী বলেন, যারা প্ল্যান করছেন, তাদের ভবিষ্যত্ চিন্তা করে প্লান করতে হবে। স্যুয়ারেজ সিস্টেম আলাদা করতে না পারলে সমস্যা থেকে যাবে।

সংগঠনের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, রাজউকের ডিটেইল এরিয়া প্লানের (ড্যাপ) প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা স. ম. গোলাম কিবরিয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন, প্রয়াত সাংবাদিক এম ওমর ফারুকের স্ত্রী সানজিদা শওকত প্রমুখ। সূত্র : ইত্তেফাক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে