


ঢাকা, ০১ ডিসেম্বর, ২০১৭ (নোঙরনিউজ) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক আর নেই। গতকাল লন্ডনের সময় বিকেল ৪টায় তিনি লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল (ইন্নালিল্লাহি … রাজিউন) করেছেন বলে তার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান বাসসকে জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি বলেন, মেয়র আনিসুল হক লন্ডনে দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বাংলাদেশের সময় রাত ১০টা ২৩ মিনিটে তিনি ইন্তেকাল করেন। চলতি বছরের ২৯ জুলাই তিনি যুক্তরাজ্যে গমন করেন। তিনি অসুস্থ হয়ে পড়লে লন্ডনে ন্যাশনাল নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি ও আইসিইউতে রাখা হয়। গত ১৩ আগস্ট চিকিৎসকরা তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটি শনাক্ত করেন। পরে তাকে ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলেটেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছিল।
২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়নে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
আগামী শনিবার তার লাশ বাংলাদেশে আনা হবে এবং আর্মি স্টেডিয়ামে সকাল ১১টায় জানাজা শেষে বনানী গোবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন।