পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলতে শুরু করেছে

0
487
২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি : নেট

ঢাকা, ২৯ নভেম্বর, ২০১৭ (নোঙরনিউজ) : ২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে আজ বুধবার ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকে।

এতে দুই পারে পারাপরের অপেক্ষায় আটকা পড়েছে কয়েক শ যানবাহন। এদিকে যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

এ ব্যাপারে বিআইডাব্লিউটিসির আরিচা কার্যালয়ের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরি জানান, মঙ্গলবার মধ্যরাত থেকেই পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। ভোরের দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ২ ঘণ্টা লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকার পর কুয়াশা কেটে যাবার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিকে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা বিশেষ করে নারী ও শিশু চরম ভোগান্তির শিকার হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে