


২৪ নভেম্বর, ২০১৭ (নোঙরনিউজ) : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের ৫৩টির মধ্যে ১২টি নৌপথে ড্রেজিং কার্যক্রম ২০১৯ সালের মধ্যে শেষ হবে। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ১ হাজার ৯২৩ কোটি টাকা ব্যয়ে নৌপথ ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি সরকারি দলের আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে আরও বলেন, এ প্রকল্পের প্রথম পর্যায়ে ৫০৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এ ১২টি গুরুত্বপূর্ণ নৌপথ খনন চলছে।
শাজাহান খান বলেন, এছাড়া সারাদেশের নৌপথে অধিকতর বন্দর সুবিধা বৃদ্ধি করতে বিদ্যমান নদী বন্দরের সঙ্গে নতুন নৌ-বন্দর ঘোষণা ও বন্দর উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি দেশে মৃতপ্রায় নদীসমূহ পুনঃউদ্ধারে ১১ হাজার ৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নদী খনন প্রকল্প, ৫০৮ কোটি টাকা ব্যয়ে ১২টি নৌপথের খনন কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, নদী খননের লক্ষ্যে ইতোমধ্যে ৪টি এমফিবিয়ান (উভচর) ড্রেজারসহ মোট ২২টি ড্রেজার সংগ্রহ করা হচ্ছে। মন্ত্রী বলেন, এছাড়া বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৩ হাজার ২শ’ কোটি টাকা ব্যয়ে নৌ-টার্মিনাল নির্মাণসহ চট্টগ্রাম-আশুগঞ্জ-ঢাকা ও সংযুক্ত ৯শ’ কিলোমিটার নৌপথে ক্যাপিটাল ড্রেজিং করা হবে। এছাড়া ১৪টি ল্যান্ডিং স্টেশনের উন্নয়ন, ৬টি ভেসেল সাইক্লোন শেল্টার, ৬টি প্যাসেঞ্জার টার্মিনাল, ২টি কার্গো টার্মিনাল ও ৩শ’ কিলোমিটার নেভিগেশানাল এইড স্থাপন করা হবে।