‘বিশ্ব শিশু দিবস’ উপলক্ষ্যে ইনভেন্টর’র পাপেট শো অনুষ্ঠিত

0
552

ঢাকা, ২২ নভেম্বর, ২০১৭ (নোঙরনিউজ): গত ২০ নভেম্বর ২০১৭, সোমবার পালিত হয়েছে ‌’বিশ্ব শিশু দিবস’ ২০১৭। এ উপলক্ষ্যে ডেফডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে বাংলাদেশের সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে ‘সৌহার্দ’ নামক একটি অ-লাভজনক শিশু সংগঠন ‘বিশ্ব শিশু দিবস’ পালন করে। এ দিন সাভারের আশুলিয়া ডেফডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস চত্বরের দৃষ্টিনন্দন পরিবেশে সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ছাড়াও আগত শিশুদের অংশগ্রহনে ছড়াগান, নৃত্যানুষ্ঠান ও কবিতা আবৃত্তির পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজনের নতুন চমক হিসাবে সুবিধা বঞ্চিত পথ শিশুদের উদ্দেশ্যে ‘পাপেট সংগঠন ইনভেন্টর’ একটি পাপেট শো’র প্রদর্শনী করে। আয়োজক সংগঠন সৌহার্দ পথ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা শেষে সু-স্বাদু খাবার পরিবেশন করে এবং শেষে অনুষ্ঠান আগত সকল শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করে। সৌহার্দ নামক সামাজিক সংগঠন বাংলাদেশর সুবিধা বঞ্চত পথ শিশুদের বিনা মূল্যে পাঠদান করে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে