যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণে প্রকল্প গ্রহণ

0
1068

{CAPTION}
ঢাকা, ১২ জানুয়ারি, ২০১৭, নোঙরনিউ ডটকম: যমুনা নদীর ওপর ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েল গেজ ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ’-এ নকশা প্রণয়নে সরকার শিগগিরই কনসালটেন্ট নিয়োগ করবে। রেলওয়ে মন্ত্রী এম মুজিবুল হক বাসসকে আজ জানান, সুষ্ঠু রেল যোগাযোগের লক্ষ্যে বর্তমান বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি যমুনা নদীর ওপর একটি পৃথক রেলসেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের রেলওয়ে নেটওয়ার্ক স্থাপিত হবে। মন্ত্রী বলেন, এ সেতু দেশের জিডিপি প্রবৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, সরকার রেলওয়ে খাতের উন্নয়নে ২০ বছর মেয়াদী একটি মাস্টার প্লানও অনুমোদন করেছে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ের ব্যয় হবে ৯,৭৩৪.০৭ কোটি টাকা। এর মধ্যে সহজ শর্তে প্রকল্প সহায়তা হিসেবে ৭,৭২৪.৩২৫ কোটি টাকা প্রদান করবে জাইকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে