বাংলাদেশের সঙ্গে এ সপ্তাহেই সমঝোতা স্মারক সাক্ষরের সম্ভাবনা: অং সান সু চি

0
472
Myanmar's State Counsellor Aung San Suu Kyi reads a joint statement with India's Prime Minister Narendra Modi (not pictured) at Hyderabad House in New Delhi, India October 19, 2016. REUTERS/Adnan Abidi

ঢাকা, ২২ নভেম্বর, ২০১৭ (নোঙরনিউজ) : বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তনে চলতি সপ্তাহেই বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা প্রকাশ করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। মঙ্গলবার আসেম পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি বলেন, ১৯৯০ সালের রোহিঙ্গা প্রত্যাবাসনের কাঠামো অনুযায়ী নতুন চুক্তি করা হবে।

গত আগস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির পুলিশের চেকপোস্টে হামলার জেরে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এর জেরে গত ৩ মাসে ৬ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এই রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠাতে গত মাসে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা শুরু করে সরকার। সু চি বলেন, আগামী মঙ্গল ও বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হবে। আমরা আশা করি এই আলোচনার ফলাফল হিসেবে সমঝোতা স্মারক সাক্ষর করতে সক্ষম হব যার মাধ্যমে আমরা সীমান্ত পেরিয়ে যাওয়া ব্যক্তিদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারব।

নোবেল পুরস্কার জয়ী সু চি রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি। সু চি বলেন, ১৯৯০ সালের রোহিঙ্গা প্রত্যাবাসনের চুক্তির কাঠামো অনুসরণ করবে মিয়ানমার। সেই চুক্তিতে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। বাংলাদেশ এবার চাইছে এবারের রোহিঙ্গা প্রত্যাবাসনে যেন রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সু চি বলেন, এবারের প্রত্যাবাসনের ভিত্তি হবে স্থায়ী আবাস, যে বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে অনেক আগেই সমঝোতা হয়েছে। তাই আমরা এই ফর্মুলাই অনুসরণ করব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে