


খাগড়াছড়ি, ৩ জানুয়ারি, ২০১৭, নোঙরনিউজ ডটকম: চলতি বছর শেষে প্রায় ১শ’ কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি জেলার রামগড় স্থল বন্দরের নির্মাণ কাজ শুরু হবে। এজন্য ১০ একর ভূমি অধিগ্রহণ করা হবে। স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রামগড় স্থল বন্দর উন্নয়ন বিষয়ে আয়োজিত এক গণপরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ব ব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করবে এবং আগামী জুনের মধ্যে ডিপিপি পাশ হবে বলে তিনি আশা করেন। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা) নুরুল আলম চৌধুরী, আঞ্চলিক পরিষদ সদস্য রক্তোৎপল ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য মংশে প্রু চৌধুরী অপু, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুঁইয়া ফরহাদ, খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, উন্নয়ন কর্মী মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।