বাজেট ২০১৭-১৮: দাম বাড়বে, দাম কমবে

0
475

শনিবার, ০৩ জুন ২০১৭,(নোঙরনিউজডটকম):অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। এসময় তিনি কিছু পণ্যের দাম বাড়ানো ও কিছু পণ্যের দাম কমানোর প্রস্তাব দেন।

দাম বাড়বে:

সোলার প্যানেল, বিদেশে তৈরি করা মোবাইল ফোন সেট, মেমোরি কার্ড, ভ্রমণ কর, সব ধরণের মসলা, প্রসাধনী পণ্য, ফাস্ট ফুড, বিড়ি ও সিগারেট

দাম কমবে:

স্থানীয়ভাবে তৈরি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এলপিজি গ্যাস সিলিন্ডার, কম্পিউটারের কাঁচামাল, স্থানীয়ভাবে সংযোজন করা মোটর সাইকেল ও মোবাইল ফোন সেট, হাইব্রিড মোটর গাড়ি, সার, বীজ, কীটনাশক, লবণ, মাছ-মাংস, চাল, চিনি, পামওয়েল, সয়াবিন তেল, শাক-সবজি এবং ভুট্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে