তিস্তা মহাপরিকল্পনার পুনঃমূল্যায়নের আহ্বান

0
10
তিস্তা মহাপরিকল্পনার পুনঃমূল্যায়ন ও দেশের স্বার্থে টেকসই সমাধানের আহ্বান। ছবি : সংগ্রহ
দৈনিক নোঙর | একটি সংবাদ পোর্টাল

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন) যৌথ উদ্যোগে “সংকটে তিস্তা নদী: সমাধানের পথ কী?” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) রাজধানীল প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ১ নম্বর ভবনের (৬ষ্ঠ তলার) সেমিনার কক্ষে এ সভা হয়।
বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাপার সহ-সভাপতি ও বেন’র বৈশ্বিক সমন্বয়ক যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খালেকুজ্জমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাপা’র সহ-সভাপতি ও বেন এর প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘের উন্নয়ন ও গবেষণা বিভাগের (সাবেক) গবেষণা প্রধান, ড. নজরুল ইসলাম এবং বাপা’র যুগ্ম সম্পাদক ও তিস্তা নদী রক্ষা কমিটির, সভাপতি জনবা ফরিদুল ইসলাম ফরিদ।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, এনসিপির যুগ্ম সম্পাদক শাকিল আনোয়ার, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাসদ (রব), ড. আবু ইউসুফ সেলিম, সাধারণ সম্পাদক, ভাষানী জনশক্তি পার্টি, সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য, কমরেড সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, মো. রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, শাকিল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস, মাসুদ রানা, সমন্বয়ক বাসদ (মার্কসবাদী), মুসাবিন ইজাহার, সাধারণ সম্পাদক, নেজামে ইসলামি, অধ্যাপক আব্দুস সাত্তার, সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, ইবনে শাহ আলী তিস্তাপাড়ের মানুষ, ইঞ্জিনিয়ার ড. লুৎফর রহমান, সাবেক ডিজি, নদী গবেষণা কেন্দ্র, ইঞ্জিনিয়ার. তোফায়েল আহমেদ, পরিবেশবিদ, ইঞ্জিনিয়ার ড. কর্নেল আনোয়ার হোসেন, নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসসহ অনেকে।
বিশেজ্ঞ ও নদী গবেষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ, অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি, বাপা, ড. মতিন উদ্দিন আহমেদ, অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাবি, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ অনেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে