৪ মাস পর চালু হলো কাজিরহাট-আরিচা নৌরুটে স্পিডবোট সার্ভিস

0
10
দৈনিক নোঙর | একটি সংবাদ পোর্টাল

উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত পাবনার কাজিরহাট-আরিচা নৌরুটে চার মাস বন্ধ থাকার পর স্পিডবোট সার্ভিস চালু করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। 

গত শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাজীরহাট স্পিডবোট ঘাটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে স্পিডবোট সার্ভিসের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন আরিচা নৌ-বন্দর পোর্ট অফিসার মামুনর রশিদ ও নগরবাড়ী নদী বন্দর পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল।

উদ্বোধনীকালে বিআইডব্লিউটিএ পরিচালক (বন্দর) একেএম আরিফ উদ্দিন বলেন, ৫ আগস্টের বিপ্লবের পর নৌ রুটের দু’পাড়ের বোর্ট মালিকরা লাপাত্তা হয়ে যায়। তাদের অনুপস্থিতির কারণে টানা চার মাস স্পিডবোট বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দু’পাড়ের সাধারণ যাত্রীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে