
আজ বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ রাত ৮ ঘটিকায় স্পর্ধা প্রযোজিত “তবুও জেগে উঠি” নাটকের প্রথম শো এবং রাত ১০ ঘটিকায় দ্বিতীয় শো প্রদর্শন হবে।
রাজধানীর পান্থপথ (দৃক ভবনের উল্টোপাশে) স্পর্ধা প্রযোজিত মঞ্চ নাটক “তবুও জেগে উঠি” প্রদর্শনী শুরু হচ্ছে। নাটকটি দেখার আমন্ত্রণ রইলো সবাইকে।
তারিখ: ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার।
স্থান: ৭ম তলা, মীর তাজ স্কয়ার (দৃক ভবনের উল্টোপাশে), পান্থপথ, ঢাকা
১ম প্রদর্শনী রাত ৮ টা
২য় প্রদর্শনী রাত ১০ টা
টিকেট মূল্য ৫০০ টাকা (Chair Seating), ৩০০ টাকা (Floor Seating) ও ২০০* টাকা (Standing) (সীমিত আসন)
*শিক্ষার্থীদের জন্য
টিকেট পেতে আপনার নাম ও শো টাইম রেফারেন্সে লিখে বিকাশ বা নগদ করুন 01717956846 এ
টিকেটের জন্য যোগাযোগ করুন 01717956846 01679437710














