বান্দরবানে মাহা সাংগ্রাইং বিজু ও বৈসু পালন ১৩ এপ্রিল থেকে

0
855

পাহাড়ে পরিবেশ-পরিস্থিতি শান্ত ও অনুকূলে থাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়গুলোর পক্ষ থেকে বাংলা নববর্ষ বরণে বৈ-সা-বি উৎসব পালনের ৪ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের মধ্যে কেবল বান্দরবন জেলাতেই ১১টি পৃথক সম্প্রদায়ভুক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি বিদ্যমান। প্রতিবছরই পার্বত্য জেলা বান্দরবানের ৭টি উপজেলায় অভিন্ন কর্মসূচির মাধ্যমে এ সম্প্রদায়ভুক্ত লোকেরা বৈ-সা-বি উৎসব পালন করে থাকে। এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে জেলার প্রধান প্রধান বাজার,মার্কেট এবং দোকানপাটে বেশ কেনা কাটা শুরু হয়েছে। পাহাড়ি সম্প্রদদায়ের তরুণ-তরুণীরা তাদেরই পছন্দের পোষাক-আশাক এবং নববর্ষের উদ্দেশ্যে নতুন নতুন জিনিসপত্র ক্রয়ে মহাব্যস্ত সময় কাটাচ্ছে।
মারমা সম্প্রদায় আধিক্য বান্দরবান জেলায়। তাই মাহা সাংগ্রাইং পালন করা হয় বেশজাঁক-ঝমকভাবে। আগামী ১৩ এপ্রিল থেকে ৪ দিনব্যাপী এ মাহা সাংগ্রাইং উৎসব শুরু হবে জেলা সদর, জেলার ৭টি উপজেলা সদর এবং পাড়া-গ্রামে।

জেলা সদরে বৈসাবি উৎসব পালন কমিটির নেততৃবৃন্দ জানান, আগামী ১৩ এপ্রিল সকাল ৭টায় জেলা শহরের রাজার মাঠে ম্যারাথন দৌড়, সকাল ৮টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন ও বর্ণাঢ্য বৈসাবি র‌্যালি এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এলাকাভিত্তিক বৌদ্ধ মন্দিরে বয়োজ্যষ্ঠ পূজা। ১৪ এপ্রিল বেলা আড়াইটায় সাংগু নদী এবং কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে বুদ্ধ স্নান পূজা এবং রাত ৮টায় এলাকায় এলাকায় রকমারি পিঠা তৈরি উৎসব শুরু হবে।

১৫ এপ্রিল বেলা আড়াইটায় জেলা শহরের রাজারমাঠে বিশাল আয়তনে মৈত্রী পানি বর্ষণ বা জলখেলি, বেলা ২টায় ক্রীড়া প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৩টায় মারমা শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ১৬ এপ্রিল বেলা আড়াইটায় মৈত্রী পানি বর্ষণ এবং রাতে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে।

মারমা সম্প্রদায় ছাড়াও চাকমা, তনচংগ্যা, ত্রিপুরা, ম্রো, বম, মুখী, খিয়াং, লুসাই, পাংখোয়া এবং চাক সম্প্রদায় বাংলা নববর্ষ পালন উপলক্ষে পৃথকভাবে তাদেরই সামাজিক উৎসব পালন করে থাকে। তবে ত্রিপুরা সম্প্রদায় বৈসু এবং চাকমা ও তনচংগ্যা সম্প্রদায় বিজু পালন করে থাকে পৃথক ভাবে। তনচংগ্যা সম্প্রদায়ের উদ্যোগে জেলা শহরের বালাঘাটা বিলকিছ বেগম হাইস্কুল প্রাঙ্গণে ২ দিনব্যাপী বার্ষিক ঘিলা খেলা উৎসব শুরু হবে আগামী ১২ এপ্রিল থেকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে