বিশ্ব নদী দিবস উপলক্ষে বুড়িগঙ্গা পরিদর্শন এবং নদীর বুকে ভাসমান এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা ও সভাপতিত্ব করেন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্মসাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, রিভারাইন পিপল এর মহাসচিব শেখ রোকন, নদী গবেষক ও ণমাধ্যম ব্যাক্তিত্ব আমিন আল রশিদসহ আরো অনেকে।
ভাসমান সভার শুরুতে নদী গবেষক আমিন আল রশিদ কবি জীবনানন্দ দাশ এর ‘আমাকে তুমি’ কবিতা পাঠ করেন। আবৃত্তি শেষে নদীর অনুভূতির কথা বলেন, বুড়িগঙ্গায় শুস্ক মৌসুমে বুড়িগঙ্গা নদী দূষণে উৎকট গন্ধে নদীর পাশদিয়ে চলাচল করা যায় না! আবার বর্ষা মৌসুমে এ নদীতে গোসল করা যায় না। কারণ বর্ষায় নদী পানি পরিস্কার দেখলেও বিভিন্ন ধরণের ক্যামিকেল পনিতে মিশে থাকে যা খালি চোখে ধরা পড়ে না।
নদী রক্ষায় দেশের মানুষকে সচেতন করার মাধ্যমে বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং ধলেশ্বরী নদীর তীরে গড়ে তোলা কলকারখানার দূষিত পানি ইটিপির মাধ্যমে পরিশোধনে সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরী। সুয়ারেজ সিস্টেম নদীতে যুক্ত থাকার কারনে ওয়াসাকে বিচার আওতায় এনে দন্ডিত করে শাস্তি দেয়ার পরামর্শ দেন। নদীকে বাঁচিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ার তাগিদ দেন আমিন আল রশিদ।
লালবাগ ইউনিটের নোঙর এর আহবায়ক জনাব নাসির খান মিন্টু পুরাতন ঢাকার লালবাগ এলাকার আমলিগোলা এলাকার পুষ্প শাহা পুকুর রক্ষার দাবি জানিয়ে নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কে সংস্কার করার দাবি করেন।
সমাজ কর্মী শিউলী বলেন, নদীগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে, পুকুরও দখল হয়ে যাচ্ছে। নদীতে আর কোন দখল স্থাপনা এবং দূষণ দেখতে চাই না। আমরা বুড়িগঙ্গা নদীসহ দেশের সকল নদ-নদীতে পরিস্কার ব্যাবহার উপযোগী পানি দেখতে চাই।
কথা সাহিত্যিক মনির জামান বলেন, ২০০৪ সালের ২৩ মে, রাতে পৃথক পৃথক নৌ দুর্ঘটনায় নোঙর প্রতিষ্ঠাতা সুমন শামস তার ‘মা’সহ তিন শতাধিক মানুষের মৃত্যুর কথা স্মরণ করে নোঙর এর সাথে গত ২০ বছর থেকে নদী ও প্রাণ প্রকৃতি রক্ষার চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ততার কথা বলেন।তিনি বলেন, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলাম, তবুও নদীর উন্নয়ন হচ্ছে না বলে আক্ষেপ করেন।
সেভ ওয়াটার মুভমেন্ট এর সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, বিশ্ব নদী দিবস উপলক্ষে সময় উপযোগী এ ধরণের আয়োজনে দেশের নাগরিকেদের সুস্থতার জন্য বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করতে পদক্ষেপ নিতে বলেন।
হাওর অঞ্চলবাসীর সভাপতি জাকিয়া শিশির বলেন আমি আশাবাদী মানুষ। দেশের হাওর অঞ্চল বাঁচবে না, যদি নদী না থাকে। নদী দূষণ করতে দেয়া হবে না। নদীকে বহমান রাখতে এবং নদী সুরক্ষা করতে সরকারকে চাপ সৃষ্টি করতে হবে।
আরিয়াল বিল রক্ষা কমিটির সদস্য জনাব খালেদ মোশারফ বলেন, প্রথমেই সকল নদ- নদীর মঙ্গল কামনা করে নদীর মাটি এবং বালু যাদের প্রয়োজন তাদের নিজ খরচে এ কাজটি করলে রাষ্ট্রের টাকা বাঁচানো যায়।
বাপা যুগ্মসাধারণ সম্পাদক মিহির বিশ্বাস বলেন, নদীর উপকারিতার বিষয়ে আমরা সবাই একমত। তবে নদী আন্দোলন করা মানে অনেকটা শাপের লেজে পা দেয়ার মতো বিপদজনক বিষয়! এ ছাড়াও সাম্পতিক বন্যার কারনে প্রতিবেশী দেশের সাথে আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দেন।
নোঙর ট্রাস্ট এর চেয়ারম্যান সুমন শামস বলেন, বাংলাদেশের নৌপথে গত ৫৩ বছরে প্রায় বিশ হাজান নিহত শহিদের স্মরণে ২৩ মে, কে ‘জাতীয় নদী দিবস ঘোষণা’ করার দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ নদীমাতৃক কৃষি প্রধান দেশ অথচ এ হাজার নদীর দেশে নদীসম্পদ মন্ত্রণালয় নেই! তাই দেশের সকল নদীর অভিভাবক হিসাবে নদীসম্পদ মন্ত্রণালয় গঠন করার দাবি উপস্থাপন করেন। দেশের প্রত্যেকটি রাজণেতি দলের মূল রাজনীতি হওয়ার কথা ছিলো নদ- নদী, খালবিল, পুকুর-জলাশয় এবং প্রাণ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য শুধু শীতলক্ষ্যা নদীই নয় সকল নদী সুরক্ষা নিশ্চিত করতে হবে!
ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বোমা হামলার পর রাশিয়া শনিবার সতর্ক করেছে যে ইরান ও ইসরাইলের মধ্যে বৈরিতার ফলে 'বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি' নিয়ন্ত্রণের বাইরে চলে...
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার বলেছেন যে ইসরায়েল ইরানে মারাত্মক বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির ব্যাপারে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
জাতিসংঘ থেকে এএফপি জানায়,...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারই জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। তাই আমাদের এর ব্যবহার কমাতে হবে।...