ইমরানের কেরিয়ারের ফ্লপ ছবির তালিকায় অন্যতম এটি। তবে আচমকাই ২০২৪ সালে এসে এই ছবির নির্মাতা সোহম শাহের দাবি, নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ নাকি লাক-এর ভাবনা চুরি করে তৈরি! এর জেরে স্ট্রিমিং জায়েন্টর নামে আদালতে মামলা ঠুকেছেন সোহম। তবে এক বিবৃতিতে নকলের অভিযোগ উড়িয়ে দিয়েছে প্ল্যাটফর্মটি। খবর হিন্দুস্তান টাইমসের।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল নির্মাতা সোহম শাহের সিনেমা ‘লাক’। অন্যদিকে ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তির পর ঝড় তোলে কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’। চলতি বছরই এর দ্বিতীয় মৌসুম মুক্তি পাওয়ার কথা।
এর মধ্যেই নির্মাতা সোহম শাহের দাবি, ‘স্কুইড গেম’ মূলত ‘লাক’ সিনেমার নকল।
এর পাল্টা জবাব দিলেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসকে নেটফ্লিক্সের তরফে জানানো হয়, ‘এই দাবির কোনো ভিত্তি নেই। ‘স্কুইড গেম’ হোয়াং ডং হিউক দ্বারা নির্মিত, তিনিই এটি লিখেছেন।’
অন্যদিকে সোহম শাহ দাবি করেছেন, তিনি ২০০৬ সালে বা এর কাছাকাছি সময়ে তার গল্পটি লিখেছিলেন এবং ২০০৯ সালের জুলাই মাসে ছবিটি ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
অন্যদিকে হোয়াং ডং হিউক ২০০৯ সালে ‘স্কুইড গেম’-এর গল্প লিখেছিলেন, যা আরও এক যুগ পর মুক্তি পায়।
সোহমের আশঙ্কা, ২০০৯ সালে মুক্তির পর ‘লাক’ সিনেমা দেখেই তিনি হয়তো ‘স্কুইড গেম’ লিখেছিলেন।
স্বত্বাধিকারী নোঙর নিউজ | ও সম্পাদক - সুমন শামস
Developed by KetNey Pvt .Ltd. and UnivaHost