আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে আজ এ কথা বলা হয়। আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক পৃথক বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কি:মি: বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়, দেশের অন্যত্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে শনিবার প্রকাশিত পৃথক বুলেটিনে আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বোমা হামলার পর রাশিয়া শনিবার সতর্ক করেছে যে ইরান ও ইসরাইলের মধ্যে বৈরিতার ফলে 'বিস্ফোরক উত্তেজনা বৃদ্ধি' নিয়ন্ত্রণের বাইরে চলে...
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার বলেছেন যে ইসরায়েল ইরানে মারাত্মক বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধির ব্যাপারে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।
জাতিসংঘ থেকে এএফপি জানায়,...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহারই জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। তাই আমাদের এর ব্যবহার কমাতে হবে।...