কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত ৫০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে কম হলেও ১০ থেকে ১৫ হাজার পরিবার পানিবন্দি রয়েছে। এর ফলে ফসলী জমি, ক্ষেত খামার, চিংড়ি মাছের প্রজেক্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত টানা তিন দিন ভারী ও মাঝারি বৃষ্টিপাতের কারণে গ্রামগুলো প্লাবিত হয়েছে।
প্লাবিত হওয়া ৫০টি গ্রামের মধ্যে রয়েছে- হোয়াইক্যং ইউনিয়নের ৬টি গ্রাম, হ্নীলা ইউনিয়নের ৫টি গ্রাম, টেকনাফ পৌরসভার ৪টি গ্রাম, টেকনাফ সদর ইউনিয়নের ২টি গ্রাম, সাবরাং ইউনিয়নের ৩টি গ্রাম, বাহারছড়া ইউনিয়নের ২টি গ্রাম প্লাবিত হয়েছে। এবং সেন্টমার্টিন দ্বীপেও নিম্মা অঞ্চল এলাকা প্লাবিত হওয়ার খবর জানিয়েছেন স্থানীয় নুরুল আবছার নামে এক বাসিন্দা।
ওয়াব্রাং এলাকার এক বাসিন্দা বলেন, নাফনদীর স্রুলিশের কাছ চলছে, যার কারণে জোয়ারের পানি গ্রামে চলে আসে এবং কৃষি ফসল নষ্ট হয়ে যাচ্ছে।