প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১:৪৭ অপরাহ্ন
ফিলিস্তিনিরা রাফা থেকে মধ্য গাজায় পালাচ্ছেন
অবরুদ্ধ গাজা উপত্যকার সবশেষ নিরাপদ আশ্রয়স্থল রাফা শহরে যেকোনো সময় স্থল অভিযান শুরু করবে ইসরায়েলি সেনারা। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে বিমান হামলা অব্যাহত থাকায় রাফা ছেড়ে মধ্য গাজায় পালানো শুরু করেছে ফিলিস্তিনিরা।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, রাফা থেকে ১৬ কিলোমিটার উত্তরে দেইর এক-বালাহর দিকে দলে দলে ফিলিস্তিনিদের সরে যেতে দেখা গেছে। এ ছাড়া রাফায় ত্রাণবাহী ট্রাক ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, ত্রাণবাহী ট্রাককে নিরাপত্তা দেওয়া কর্মকর্তাদের বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। ফলে সেখানে ত্রাণ পাঠানো বাস্তবিক অর্থে অসম্ভব হয়ে গেছে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যুদ্ধবিরতির জন্য তেলআবিবের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। এ ছাড়া রাফার বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, ইসরায়েলের অনুরোধে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া রাফায় অভিযান শুরু হলে ফিলিস্তিনিদের সিনাই উপত্যকার দিকে ঠেলে দেওয়া হবে কি না- তা নিয়ে চিন্তিত মিসর। যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, ফিলিস্তিনিদের মিসরে পাঠানোর কোনো অভিপ্রায় ইসরায়েলের নেই।
তবে গ্যালান্ত আরও জানিয়েছেন, যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া না হয়- তবে রমজান মাসেও যুদ্ধ চলবে।
ইরানে গ্যাস পাইপলাইনে হামলায় ইসরায়েল জড়িত
এদিকে গত সপ্তাহে ইরানের দুটি বড় গ্যাস পাইপলাইনে হামলার ঘটনায় ইসরায়েল জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। পশ্চিমা দেশগুলোর দুইজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটা দাবি করেছে তারা। এ বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, তারা সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানে আর্টিলারি গোলা ও যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে। সূত্র : আল-জাজিরা