আগামী ১৩ জুলাই রাশিয়ায় মুক্তি পাবে ‘পাঠান’

0
4

সুপারস্টার শাহরুখ খানের ব্লকবাস্টার স্পাই মুভি ‘পাঠান’ রাশিয়া এবং স্বাধীন রাষ্ট্র সমুহের কমনওয়েলথ (সিআইএস) জুড়ে তিন হাজারেরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হবে। খবর পিটিআই’র।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোন অভিনয় করেছেন। এটি ২৫ জানুয়ারি ভারতীয় প্রেক্ষাগৃহে হিট হয়। এ সিনেমা গ্লোবাল বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয় করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, @ুৎভ- এর ঐতিহাসিক ব্লকবাস্টার #পাঠান সিনেমাটি আরেকটি রেকর্ড সৃষ্টি করেছে। রাশিয়া এবং সিআইএস জুড়ে ডাব করা সংস্করণে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে সিনেমাটি সর্বাধিক মুক্তি পেয়েছে! এটি ১৩ জুলাই এ অঞ্চলের তিন হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিআইএস দেশগুলোর মধ্যে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, জর্জিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে