বিসিক শিল্প নগরীতে ভয়ংকর এ্যাসবেসটোস এর উপস্থিতি নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের উদ্বেগ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্প নগরীতে ক্যান্সার রোগ সৃষ্টিকারী বিষাক্ত খনিজ পদার্থ এ্যাসবেসটোস এর উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।
বুধবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, এ্যাসবেসটোসের একমাত্র উৎস হলো শিপব্রেকিং ইন্ডাস্ট্রি। তবে সেখানেও তা বন্ধ করা হয়েছে। যেটুকু পাওয়া যায় তাও পরিশুদ্ধ করা হয়ে থাকে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শিল্পনগরীতে এ্যাসবেসটোস এর উপস্থিতির বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এছাড়াও তিনি বিসিক শিল্প নগরীর অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে পরিবেশ দূষন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষ সামাজিক সংগঠন নোঙর ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান খান টিটু, সদস্য সচিব সোহেল খান, সদস্য প্রফেসার মোশারফ হোসেন ভূঁইয়া, মনিরুল ইসলাম, রাসেল আহমেদ প্রমুখ ।
ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সোমবার পার্লামেন্টের সদস্য পদ ফিরে পেয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তার রাজনৈতিক মন্তব্য প্রশ্নে এ নেতার মানহানির সাজা...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্যদিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, পূর্ণিমার প্রভাবে টানা বৃষ্টিপাত এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এছাড়াও পাঁচ দিন...