


গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার বই মেলার শেষ দিন বিকাল ৫: ৩০ মিনিটে গন্থ উন্মোচন মঞ্চে নোঙর- নদী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
নদী সংস্কুতি ও শিল্প সাহিত্যের মুখপত্রে এ সংখ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মৃতি বড় মাধুর-স্মৃতি বড় বেদনার’ স্মৃতিচারণমূলক নিবন্ধটি হুবহু তুলা ধরা হয়েছে।
সুমন শামস এর সম্পাদনায় এ বিশেষ সংখ্যায় দেশবরেণ্য কথা সাহিত্যিক, নদী গবেষক, পরিবেশবিদ, কবি ও সাংবাদিকসহ অনেক বিজ্ঞ ব্যাক্তিদের লেখা প্রকাশ করা হয়েছে।
পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত এবং অধ্যাপক শিশির ভট্টাচার্য্য একান্ত স্বাক্ষাতকারে নদী ও প্রাণ-প্রকৃতি প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়েছে।
শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ এর চিত্রকলায় সাদা-কালো ছবিতে প্রচ্ছদ করেছেন শিল্পী দেওয়ান আতিক। মুখপত্রটির প্রকাশক ও পরিবেশক নোঙর।
সুমন শামস এর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মীর আকরাম উদ্দিন আহমেদ, কবি ও ছড়াকার আসলাম সানি, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক কচি খন্দকার, নোঙর কেন্দ্রীয় সদস্য, ম. আব্দুর রহিম, ফজলে সানি, বাহারুল ইসলাম টিটু, প্রকাশক, সম্পাদক ও সংস্কৃতি কর্মী নীল সাধু, শিপন কর্মকার, কবি রেবেকা, কবি রিমি, কবি কামরুজ্জামান, কবি আকা আজাদ, দর্পন জামিল, আমিনুল হক চৌধুরী, কামাল মুস্তফা, টি মনিসহ আরো অনেকে।