


সোহরাওয়ার্দী উদ্যানের ড. হুমায়ুন আজাদ চত্বর এলাকায় কাগজের ‘জাতীয় পতাকা’ বন্ধনের মাধ্যমে উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও কথাসাহিত্যিক জনাব ইসহাক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুজ্জামান মিলন এবং শিল্পী ভাস্কর রাসা।
স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট এর আহবায়ক এবং নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস বলেন, এই উদ্যানের ইতিহাস সংরক্ষণের অতন্দ্র প্রহরী হয়ে আমরা উদ্যানের ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার পাহারায় আছি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে দেশবাসীকে মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। তাই সেই ভাষণের স্থানটি সংরক্ষণ, পাকবাহিনীর আত্বসর্ম্পণের স্থান, পাকবাহিনীর স্বাক্ষর করার স্থান, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাষণের স্থান, বিশ্বনেতাদের ভাষণের স্থানসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহকে সংরক্ষণ করে স্মৃতি ফলক স্থাপন করার আহবান জানাই।
শিখা চিরন্তন বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ এবং বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় পতাকা এবং ফুলের তোড়া প্রদান করার মাধ্যমে স্বাউসাজো এর বিজয় উৎসব উদযাপন শুরু হয়। অনুষ্ঠান শুরুতে স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট এ-র উপদেষ্টা সম্পাদক জনাব ধ্রুব রহিম এ-র স্বাগত বক্তব্যে রাখেন।
এ সময় সোহরাওয়ার্দী উদ্যান কে স্বাধীনতা উদ্যান ঘোষণা কারা দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চায় আগামী প্রজন্মকে আরো বেশী সম্প্রিক্ত করা আহবান জানিয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও কথা সাহিত্য ইসহাক খান।
এ সময় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক লেবু, বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মিলন, শিল্পী ভাস্কর রাশা, ‘এবং’ সম্পাদক জনাব আবির বাঙালি, কথা সাহিত্যিক মনির জামান, চিল্ড্রেন এন্ড মাদার কেয়ার সংগঠনের সম্পাদক জনাব আখলেকুর রহমান মাইনু।
আলোচনা সভা শেষে বাংলাদেশ বর্ডার গার্ড অর্কেস্ট্রা টিমের যন্ত্রসঙ্গীতের মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের কবিতা পাঠ ও সংস্কৃতি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। কবিতা পাঠ করেন কবি বদরুল হায়দার, কবি ও অভিনেতা আশরাফ কবির, কবি জসিম উদ্দিন সবুজ, কবি আব্দুল্লাহ কায়েস ও অভিলাষ দাস।
সংগীত পরিবেশন করেন শিল্পী ফকির মিলন, শিল্পী মিছিল বঙ্গবাসী, শিল্পী অভিলাষ দাস, শহিদুল ইসলাম যীশু, আল আমিন শরীফ, আহসান রিপনসহ আরো অনেকে।