


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের জালে রীতিমত গোল উৎসব করেছে ইংল্যান্ড। প্রথমার্ধ্বে ৩ গোলের লিডের পর দ্বিতীয়ার্ধ্বেও ইরানকে ৩টি গোল দিয়েছে ইংলিশরা। ইরান দ্বিতীয়ার্ধে ২ গোলে করে কেবল ব্যবধানই কমিয়েছে যার শেষ গোলটি এসেছে শেষ মুহুর্তের পেনাল্টি থেকে।