সাবেক ছাত্রনেতা দুরন্ত বিপ্লব এবং বুয়েটের ফারদিন নূর পরশ হত্যার প্রতিবাদে মানববন্ধনের ডাক

0
30

নদী ও প্রাণ প্রকৃতি নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ এ-র ঘনিষ্ঠ সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা এবং তরুণ উদ্যোগতা দুরন্ত বিপ্লব এবং জনাব নূরুদ্দিন রানা’র বড় ছেলে বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফারদিন নূর পরশ নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে।

তাই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে এই দুই মেধাবী ছাত্র হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে এক প্রতিবাদী সভা ও মানববন্ধনের ডাক দিয়েছে নোঙর বাংলাদেশ এবং স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট।

আগামী বুধবার, ১৬ নভেম্বর ২০২২। বিকাল ৩ঃ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়  টিএসসি রাজু ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদী সভা ও মানবববন্ধন অনুষ্ঠিত হবে।

গত ৪ নভেম্বর ২০২২, শুক্রবার থেকে ৪দিন নিখোঁজ থাকার পর গত ৭ নভেম্বর, সোমবার শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মৃতদেহ উদ্ধার করে নৌপুলিশ।

একই ভাবে গত ৭ নভেম্বর, সোমবার থেকে নিখোঁজ থাকার ৪দিন পর আজ ১২ নভেম্বর, রবিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা ও তরুণ উদ্যোক্তা দুরন্ত বিপ্লবের মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

পরপর একই রকম দুটি রহস্যজনক মৃত্যু সংবাদে নদী ও প্রাণ-প্রকৃতি নিপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর বাংলাদেশ’ এবং ‘স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট’গভীর ভাবে শোকাহত এবং ভিশন উদ্বিগ্ন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে