স্বাউসাজো’র উদ্যোগে অভিনেতা গজেন শিকদার এ-র শোক সভা অনুষ্ঠিত।

0
53

স্বাউসাজো’র উদ্যোগে অভিনেতা গজেন শিকদার এ-র শোক সভায় অনুষ্ঠিত হয়েছে। অভিনয় শিল্পী গজেন্দ্র শিকদার এ-র অকাল মৃত্যুতে আমরা স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট (স্বাউসাজো) পরিবার গভীর ভাবে শোকাহত।

https://fb.watch/gk1QQQI9qI/

গত শুক্রবার ২১ অক্টোবর ২০২২, বিকাল ৫ ঘটিকায় স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোটের উদ্যোগে উদ্যানের রেডিও পয়েন্ট চত্বরে এক স্মরণ সভায় আয়োজন করা হয়।

স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোটের মুখপাত্র সুমন শামস সভার শুরুতে মোমবাতি প্রজ্বালন ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে গজেন শিকদার স্মরণে একমিনিট নিরবতা পালন করার আহবান করেন।

প্রয়াত শিল্পী গজেন শিকদারকে নিয়ে স্মৃতিচারণ করেন দেশের বিশিষ্ট চলচ্চিত্র ও নির্মাতা এবং অভিনেতা কচি খন্দকার, চলচ্চিত্র ও নাট্য নির্মাতা আশুতোষ সুজন, অভিনেতা বাপ্পী আশরাফ, জোট উপদেষ্টা ধ্রুব রহিম, সাংস্কৃতিক সংগঠক আবির বাঙালী, শিল্পী অভিলাষ দাস, আহসান হাবিব, কবি সরকার মাসুদ, কবি ও কণ্ঠশিল্পী জনাব মনি।

সুমন শামস এ-র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কবি সুজা উদ্দিন কায়সার, চিত্রশিল্পী মাসুদ, কবি বদরুল হায়দার, ‘সেক্টর ১৩” এ-র প্রতিষ্ঠাতা দর্পন জামিল, নোঙর বাংলাদেশ এ-র সদস্য মীর মোকাদ্দেস আলী শান্ত, কিউরিয়াস ফিল্ম সোসাইটির নির্বাহী ও নির্মাতা সুমন মোস্তাফিজ, সরকার সজীব, আপেল মাহমুদ, বাপ্পি খান, রনি, বনি, পথকবি মিঞা বাবরুল, অভিনেতা ফারুক আহমেদসহ স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোটের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।

সভা শেষে প্রিয় সহযোদ্ধা গজেন শিকদার স্মরণে কবিতা ও সংগীত পরিবেশন করেন স্বাউসাজো পরিবারের শিল্পীরা।

গজেন শিকদার গত ৮ অক্টোবর ২০২২, শনিবার ঝিনাইদহ জেলার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে