দেশের বাজারে চালের দাম কমানোর লক্ষ্যে চাল আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে রেগুলেটরি ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে উল্লেখ করা হয়, সুগন্ধি ছাড়া অন্যান্য চাল আমদানি করা যবে। তবে, রেয়াতি হারে চাল আমদানির পূর্বে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।
স্বত্বাধিকারী নোঙর নিউজ | ও সম্পাদক - সুমন শামস
Developed by KetNey Pvt .Ltd. and UnivaHost