বিটিভিতে আজ নদী ভিত্তিক ধারাবাহিক প্রামাণ্যচিত্র নোঙর-৯৮তম পর্ব মহানন্দা নদী প্রচার হবে

0
96

নোঙর বাংলাদেশ টেলিভিশন এ-র নদী ও প্রাণ প্রকৃতি নিরাপত্তার ধারাবাহিক প্রামাণ্যচিত্র। প্রামাণ্য এ অনষ্ঠানে প্রতি পর্বে একটি নদীর অতীত-বর্তমান এবং ভবিষ্যৎ ইতিহাস, পরিবেশ-প্রকৃতি এবং জনপদের চিত্র উপস্থাপন করা হয়।

সুমন শামস এর উপস্থাপনায় আগামী ২৬ আগষ্ট ২০২২, শুক্রবার, সকাল ১১:২০ মিনিটে নোঙর – ৯৮তম এ পর্বে চাঁপাইনবাবগঞ্জের আন্তঃ সীমান্ত নদী মহানন্দা সম্প্রচার হবে। এ নদীর প্রবেশ মুখ থেকে শুরু করে গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর মোহনা পর্যন্ত প্রবাহ পথ অনুসন্ধান করেছে নোঙর।

মহানন্দা নদী। ছবি : নোঙর নিউজ। nongornews.com

এ পর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেড জনাব এ কে এম গালিভ খাঁন মহানন্দা নদী পদ্মা নদী এবং পুর্ণভবা সুরক্ষায় বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের কথা বলেন।

এ ছাড়াও ভোলাহাট উপজেলার নির্বাহী কমর্কর্তা উম্মে তাবাচ্ছুম মহানন্দা নদী প্রসঙ্গে বিশেষ স্বাক্ষাতকারে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এলাকার কৃষক এবং পরিবেশ বান্ধর অববাহিকার মানুষের কথা বলেন।

মহানন্দা নদী। ছবি : নোঙর নিউজ। nongornews

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীসহ স্থানীয় জেলে, খেয়া নৌকার মাঝি, গৃহস্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত উপস্থান করা হয়েছে।

প্রতি মাসের শেষ শুক্রবার সকাল ১১:২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন নদী ও প্রাণ-প্রকৃতি বিষয়ক ধারাবাহিক প্রামাণ্যচিত্র নোঙর সম্প্রপ্রচার হয়ে থাকে।

মহানন্দা নদী। ছবি : নোঙর নিউজ। nongornews.com

আপনার নদীর কথা জানিয়ে আমাদের সাথেই থাকুন। প্রয়োজনা: ইয়াসির আরাফাত। পরিকল্পনা, গ্রন্থনা, গবেষণা ও উপস্থাপনা : সুমন শামস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে