


তাইপের সামরিক বাহিনী জানিয়েছে, চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ শুক্রবার তাইওয়ান প্রণালীর বন্ধ থাকা ‘মধ্যমা লাইন’ অতিক্রম করেছে।
তারা এটিকে বেইজিংয়ের ‘চরম উস্কানিমূলক’ সর্বশেষ সামরিক মহড়া হিসেবে অভিহিত করেন।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বেলা ১১টা দিকে চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের একাধিক বহর তাইওয়ান প্রণালীজুড়ে সামরিক মহড়া চালায় এবং এ প্রণালীর মধ্যমা লাইন অতিক্রম করে।