বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেট অঞ্চলে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন বলে রবিবার তার প্রেস সচিব ইহসানুল করিম নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, “আমরা এখনো প্রধানমন্ত্রীর কর্মসূচি হাতে পাইনি।”
তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান ও ত্রাণ সচিব সোমবার সিলেট সফরে আসবেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।
এছাড়া বন্যাকবলিত অঞ্চলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানান জেলা প্রশাসক।
এই অঞ্চলের ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এখন পর্যন্ত মাত্র এক লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ অঞ্চলের বন্যা কবলিত মানুষের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
এছাড়া বন্যা কবলিত জেলাগুলোতে ইতোমধ্যে ১০ লাখ টাকা, ১০০ টন চাল, ৪ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে।
সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য শুক্রবার থেকে সেনাবাহিনী কাজ করছে।