সোনিয়া গান্ধী দিল্লী হাসপাতালে ভর্তি

0
10
New Delhi: Congress President Sonia Gandhi chairs the Congress Working Committee meeting, at the AICC headquarters, in New Delhi, Monday, May 9, 2022. (PTI Photo/Kamal Kishore) (PTI05_09_2022_000181A)

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে কোভিডজনিত অসুস্থতার চিকিৎসার জন্য রোববার শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কংগ্রেস মহাসচিব ও প্রধান মুখপাত্র রনদীপ সুর্যেওয়ালা বলেন, ‘কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীকে কোভিড জনিত অসুস্থতার চিকিৎসার জন্য আজ গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সুর্যেওয়ালা টুইট বার্তায় আরো বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পর্যবেক্ষণের জন্য তাকে আরো কয়েকদিন হাসপাতালে রাখা হবে। আমরা সভানেত্রীর জন্য উদ্বেগ ও শুভ কামনা জানানোয় কংগ্রেসের সকল সদস্য ও সদস্যা এবং শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি।’

এর আগে, সোনিয়া গান্ধী রুটিন চেকআপের জন্য এই হাসপাতালে যান এবং চিকিৎসকগণ তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ২ জুন সোনিয়ার (৭৫) স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ধরা পড়ে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে