


মিয়ানমারের ডি ফেক্টো নেত্রী অং সান সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আসালত। দুর্নিতির অভিযোগ প্রমাণিত হলে বুধবার (২৭ এপ্রিল) এই রায় দেওয়া। মামলায় যুক্ত এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্যাংকোক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, জান্তা কর্তৃক মিয়ানমারের ক্ষমতা দখলের পর সু চির বিরুদ্ধে ১১টি দুর্নিতির মামলা করা হয়। সেসব মামলার প্রথমটির রায় হলো আজ। এর আগে, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি ও টেলিকমিউনিকেশন আইন ভঙ্গের কারণে সু চিকে ৬ বছরের জেল দিয়েছেন আদালত। তবে এখনো তাকে কারাগারে পাঠানো হয়নি। বাকি মামলাগুলো মোকাবিলা করার জন্য গৃহবন্দী করে রাখা হয়েছে এই নোবেল জয়ীকে।
জান্তা সরকারের কড়াকড়ির মধ্যেই সু চির এই বিচারকার্য হচ্ছে। সেখানে কোনো গণমাধ্যমকর্মী উপস্থিত নেই। এমনকি সু চির আইনজীবিদের গণমাধ্যমের সঙ্গে কথা বলাও নিষেধ।