ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জন নিহত

0
12
তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রথ শোভাযাত্রা চলার সময় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা এসব মানুষ একপর্যায়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটে দুর্ঘটনা। এতে প্রাণ হারান কমপক্ষে ১১ জন।

তারা আরও জানায়, মন্দিরের পালকিটি ওভারহেড বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল। বুধবার ভোরে কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংস্পর্শ হয় ৷ এতেই হতাহতের ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন শিশু। এছাড়া আহত আরও তিনজনকে চিকিৎসার জন্য থানজাভুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ১০ জন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এ ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে