করোনায় চীনের সাংহাইয়ে তিন জনের মৃত্যু

0
15

চীনের বৃহত্তম শহর সাংহাইয়ে সর্বশেষ কোভিড-১৯ প্রাদুর্ভাবে তিন জনের মৃতু্য হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় মার্চের শেষ দিক থেকে এই অর্থনৈতিক কেন্দ্রটিতে লকডাউন চলছে। তার পর থেকে এই প্রথম সেখানে মহামারিতে মৃতু্যর ঘটনা ঘটেছে বলে জানা গেল।

এর আগ পর্যন্ত কোভিড সংক্রমণে সাংহাইয়ে কারও মৃতু্য হয়নি, এমনটি জানিয়ে আসছিল চীন; তবে তাদের এ দাবি ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছিল। সাংহাইয়ে তিন রোগীর মৃতু্য ২০২০ সালের মার্চের পর থেকে পুরো চীন জুড়ে প্রথম মৃতু্যর ঘটনা। সোমবার এক বিবৃতিতে সাংহাইয়ের স্বাস্হ্য কমিশন জানিয়েছে, ‘বাঁচানোর সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও’ রবিবার হাসপাতালে তিন রোগীর মৃতু্য হয়েছে। তাদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে এবং তাদের অন্যান্য শারীরিক জটিলতা ছিল। সাংহাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শহরটি ষাটোর্ধ্ব বাসিন্দাদের মধ্যে মাত্র ৩৮ শতাংশ করোনা ভাইরাসের পূর্ণ টিকা নিয়েছেন।

শহরটি এখন গণপরীক্ষার আরেকটি পর্বে প্রবেশ করতে যাচ্ছে, আর এর অর্থ শহরটিতে চলমান কঠোর লকডাউন চতুর্থ সপ্তাহেও অব্যাহত থাকবে। তিন সপ্তাহ আগে করোনা ভাইরাসের ওমিক্রন সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে শহরটি কঠোর লকডাউনে আছে। লকডাউনের কারণে শহরটির লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘরে আটকা পড়ে আছেন। পরীক্ষায় কারো করোনা ভাইরাস পজিটিভ এলে তাকে কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে পাঠানো হচ্ছে। সম্প্রতি শহরটির অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর এ লকডাউন ও খাদ্য সরবরাহের অপ্রতুলতা নিয়ে অভিযোগ করেছেন। কার্যত ঘরবন্দি থাকতে থাকতে তাদের অনেকেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

রবিবার শহরটিতে উপসর্গযুক্ত ২ হাজার ৪১৭ জন নতুন রোগী এবং ১৯ হাজার ৮৩১ উপসর্গবিহীন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবারের চেয়ে শনাক্তের এ সংখ্যা কিছুটা কম। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস প্রাদুর্ভাব শনাক্ত হয়েছিল। তারপর সেখান থেকে রোগটি মহামারি আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। উহানের পর সাংহাইয়েই চীনের সবচেয়ে বড় করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। এ সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১০ মার্চ থেকে নগরীটির স্বাস্হ্য কর্তৃপক্ষ ২০ কোটিরও বেশি নিউক্লিয়িক অ্যাসিড টেস্ট সম্পন্ন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে