


আগেও দুবার মনোনয়ন পেয়েছিলেন, তৃতীয়বারে এসে পেলেন সেরা অভিনেতার অস্কার।
টেনিস কোচ রিচার্ড উইলিয়ামসের বায়োপিক ‘কিং রিচার্ড’-এর জন্য পেলেন এই পুরস্কার।
তবে পুরস্কার প্রাপ্তিকে ছাড়িয়ে স্মিথ পৃথিবীজুড়ে আলোচনায় এসেছেন কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে।
স্ত্রী জাডাকে নিয়ে রসিকতা পছন্দ করেননি অভিনেতা। যদিও পরে ক্ষমা চেয়েছেন তিনি।