


রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে ঢাকা-বরিশালগামী বিলাসবহুল এমভি এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন লেগেছে।
এ সময় লঞ্চ থেকে প্রচুর ধোঁয়া বের হয়ে আসতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।
রোববার (২৭ মার্চ) আনুমানিক সকাল ১০টা ৫২ মিনিটে মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১০টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
লঞ্চটির ভিআইপি কেবিন থেকেই এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চের ভেতর কোনো যাত্রী ছিলেন না। একই ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে আরো ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।