তিতাস পাড়ে নদ-নদীর কবিতায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন করেছে নোঙর

0
22

নদীর প্রতি করণীয়, নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা বিষয়ক নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙর’র কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজনে মাধ্যমে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন করেছে নোঙর-ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

গতকাল সোমবার বিকাল ৪টায় তিতাস নদীর তীরে শিমরাইলকান্দি রাজঘাটে নোঙর পাঠাগারে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে সোহেল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র এর নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ। স্বাগত বক্তব্য দেন নোঙর জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা মুন্নী, শুভেচ্ছা বক্তব্য দেন জেলা শাখার সভাপতি শামীম আহমেদ।

অনুষ্ঠানে নদী বিষয়ক কবিতা পাঠ করেন আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র এর পরিচালক শারমিন সুলতানা, নদী বন্ধু শিরীন আক্তার, সোনালী সকাল সংগঠনের পরিচালক ফাহিম মুনতাসীর, সাহিত্য একাডেমির নুসরাত জাহান জেরিন ও ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের কামরুল হাসান ফাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহ-সভাপতি আবুল হাসনাত অপু, নোঙর সদস্য সাইদুর রহমান জুয়েল, সাহিত্য একাডেমির নাঈম রহমান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে