কুলাউড়ায় মহান ভাষা দিবস উদযাপন

0
27

কুলাউড়া প্রতি‌নি‌ধি, সজল ম‌ল্লিকঃ মহান ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাসানি ফাউন্ডেশন এর পক্ষ থেকে কুলাউড়া আইডিয়া সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানি ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভাষাসৈনিক আব্দুর রাজ্জাক চৌধুরী। প্রভাষক সজল মল্লিকের অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডঃ আব্দুর রকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীয়মান লেখক প্রভাষক আবদুল খালিক, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট কর্মকর্তা সুরেন্দ্র কুমার সিনহা,প্রভাষক জিহাদ উদ্দিন, চিকিৎসক বিষ্ণুপদ দত্ত,সহ আরো অনেকে। অধ্যক্ষ ডঃ আব্দুর রকিব তার বক্তব্যে বলেন,,”বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা,এ ভাষা সমস্ত পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।” তিনি সকলকে শুদ্ধরূপে বাংলা ভাষা পড়তে ও লিখতে আহবান করেন। অনুষ্ঠানের সভাপতি ভাষা সৈনিক আব্দুর রাজ্জাক চৌধুরী বলেন,ভাষা আন্দোলনের মাধ্যমেই এদেশের সকল আন্দোলনের সূচনা হয়েছিল এবং দেশ তার কাঙ্খিত স্বাধীনতা অর্জন করেছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে