ঝালকাঠিতে পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শন করলো নোঙর

0
48

নোঙর বাংলাদেশ এ-র ২১ সদস্য বিশিষ্ট ছায়া তদন্ত কমিটি গঠন সদস্যের একটি তদন্ত দল বরগুনাগামী এমভি অভিযানে অগ্নিকাণ্ডে হতাহতের সঠিক কারণ অনুসন্ধানে সরেজমিনে তদন্ত করছে।

আজ ১১ জানুয়ারি মঙ্গলবার সারা দিন তদন্ত দলের সদস্যরা ঝালকাঠি শহরের ডিসি পার্ক ও কালেক্টরেট স্কুল সংলগ্ন সুগন্ধা তীরে রাখা দুর্ঘটনাকবলিত লঞ্চটি ঘুরে দেখেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে ওই দিনের ঘটনার বর্ণনা শোনেন।

পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস বলেন,…..।

তিনি আরও বলেন……।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৪৮ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়েছেন অনেকেই। পুলিশ, জেলা প্রশাসন এবং রেড ক্রিসেন্টের নিখোঁজ তালিকার তথ্য মতে এখনও অনেকের সন্ধান পাওয়া যায়নি।

ঘটনা তদন্তে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের সঠিক কারণ অনুসন্ধানে সদস্যের ছায়া তদন্ত কমিটি গঠন করেছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর বাংলাদেশ’। ৯ জানুয়ারী ২০২২, রবিবার সন্ধায় আফতাব নগর নোঙর বাংলাদেশ এর কার্যালয়ে এই ছায়া তদন্ত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

আগামীকাল ১২ জানুয়ারি ঝালকাঠি প্রেসক্লাবে সকাল ১১ টায় সুগন্ধা নদীতে এমভি অভিযান -১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ ও সংবাদ সম্মেলন নদী নিরাপত্তার সামাজিক সগঠন নোঙর বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে