


জেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গতকাল লঞ্চের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় অভিযুক্ত এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চটি জব্দ ও লঞ্চের দুই মাস্টার ও দুই ড্রাইভারকে আটক করেছে নৌ পুলিশ।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক জয়নাল আবেদীন জানান, লঞ্চটির রুট পারমিটও বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার (লঞ্চ মালিক সমিতি) নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল জানিয়েছেন, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মালিক গোলাম কিবরিয়া টিপু।
এদিকে সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পায়নি এবং নিখোঁজ কাউকে উদ্ধার করতে পারেনি। বুধবার সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।