নেদারল্যান্ডসে কঠোর লকডাউন শুরু

0
11

ক্রিসমাস সামনে রেখে কঠোর লকডাউন দিয়েছে নেদারল্যান্ডস। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এ লকডাউন চলবে। এসময় অপ্রয়োজনীয় দোকানপাট, বার, জিম এবং অন্যান্য জনসমাগমের স্থানগুলো বন্ধ থাকবে।

রবিবার (১৯ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ছুটির দিন ব্যতীত প্রতি পরিবারে দুইজন অতিথি থাকতে পারবেন। ছুটির দিনে এই সংখ্যা হবে চার।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, এই ব্যবস্থা করা অনিবার্য ছিল। আমি আজ রাতে এখানে একটি বিষণ্ণ মেজাজে দাঁড়িয়ে। এক বাক্যে সংক্ষেপে বলতে গেলে, নেদারল্যান্ডস আগামীকাল থেকে লকডাউনে ফিরে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে