নবীনগরে তিতাস নদীতে নৌ-দুর্ঘটনায় যুবক নিহত

0
51
নবীনগরে নৌ-দুর্ঘটনায় নিহত মো.আতিকুর রহমান

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে স্পীডবোট ও নৌকার সংঘর্ষে মো.আতিকুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি উপজেলার নূরজাহানপুর গ্রামের কালন মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিতাস নদী এলাকার বগডহর-করিমশাহর মাজার খেয়াঘাটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার গোর্কণ ঘাট থেকে ছেড়ে আসা একটি ১০ জন যাত্রীবাহী স্পীডবোট ও নবীনগর সদর থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী নৌকার মধ্যে উপজেলার বগডহর-করিমশাহর মাজার খেয়াঘাটের মাঝামাঝি স্থানে সংর্ঘষ হয়।

এসময় স্পীডবোটে থাকা আতিকুর রহমান গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে