‘নোঙর-ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে’ সম্মানিত সদস্য মনোনীত হলেন সমাজকর্মী বশির আহমেদ

0
191

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, (নোঙরনিউজ) : নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ সুরক্ষার অতন্দ্রপ্রহরী সমাজকর্মী বশির আহমেদ (তিতাস নদী) কে’ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর এর সম্মানিত সদস্য মনোনীত করা হয়েছে। তিনি বর্তমানে রাণীদিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি অরুয়াইল ক্লাস্টারে কোষাধ্যক্ষের দ্বায়িত্ব পালন করছেন। নদী ও পরিবেশ নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন। ‘নোঙর’ সমাজকর্মী বশির আহমেদ এর সুদীর্ঘ জীবন ও সাফল্য কামনা করছে। দেশজুড়ে নদী ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সারা দেশের নদী যোদ্ধাদের সংগঠিত করার উদ্দেশ্যে দেশব্যাপী ইতিমধ্যেই জেলা ও উপজেলা কমিটি গঠন করার কাজ শুরু করেছে। ১. ঢাকা ২. খুলনা ৩. চট্রগ্রাম ৪. রাজশাহী ৫. বরিশাল ৬. সিলেট ৭. রংপুর ৮. ময়মনসিংহ বিভাগের কমিটির পাশাপাশি ৬৪ জেলার নদী প্রকৃতি সুরক্ষার লক্ষ্যে তরুণদের সমন্বয়ে এই জেলা ও উপজেলা কমিটি গঠন প্রক্রিয়ার ধরাবাহিকতা অব্যাহত থাকবে। নদীমাতৃক দেশের নদী ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসুন, নোঙর পতাকা তলে একতাবদ্ধ হোন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে