


ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একই দিনে পাঁচজনের জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর থেকে সন্ধ্যার মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় ৬ জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, রিপন শিকদার (৪০), মেহেদী হাসান (২৬), মোশারফ হোসেন রনি (২৭), শহীদ তালুকদার (৩৫) ও আশিক ইসলাম (৪০)।
সার্জন এসএম আইউব হোসেন বলেন, ঝালকাঠিতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন দগ্ধ রোগী হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ৫জনকে ভর্তি রেখে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার ভোর ৫টা থেকে সন্ধ্যার মধ্যে ৫জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।