ডুবে যাওয়া ফেরি শাহ আমানতের উদ্ধার অভিযান ৮০ শতাংশ শেষ শেষ

0
9

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি শাহ আমানতের উদ্ধার অভিযান ৮০ শতাংশ শেষ হয়েছে।

উদ্ধার অভিযানের প্রধান বিআইডব্লিউটিএ যুগ্মপরিচালক (উদ্ধার) ফজলুর রহমান ভোরের কাগজকে জানান, সোমবার বিকেল ৪টা পর্যন্ত উদ্ধারকাজের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উদ্ধার কাজের বাকি অংশ শেষ হবে আগামীকাল মঙ্গলবার বলে আশা প্রকাশ করেন তিনি।

বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ ৫টি উইন্সবার্জ দিয়ে সোমবার সকাল ১০টায় ফেরি সোজা করার কাজ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অজয় দেবনাথ।

গত ৪ নভেম্বর সকাল থেকে জেনুইন এন্টারপ্রাইজের ডুবুরি দল ফেরির তলদেশ থেকে উদ্ধারের সার্ভে শুরু করে। পর্যায়ক্রমে চট্রগ্রাম থেকে ৬টি উইন্সবার্জ আনা হয় এবং উদ্ধার কাজ চালানো হয়।

গত ২৭ অক্টোবর পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে যানবাহন নিয়ে হেলে যায় রো রো ফেরি আমানত শাহ। এতে ফেরিটির আংশিক ডুবে যায়। দুর্ঘটনার চারদিনের মাথায় উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সবগুলো ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়। এরপর শুরু হয় ফেরির উদ্ধার কাজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে