


সজল মল্লিক, কুলাউড়া প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান ছিল, “প্রতিদিন প্রতিবাদ দূর হোক মৌলবাদ” আজ ৩০ অক্টোবর সোমবার বিকাল ৩:৩০ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠানটি শুরু হয়। বাংলাদেশ উদীচীর কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় এবং সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান ফজলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ উদীচীর কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য এবং কুলাউড়া উপজেলা উদীচীর সাবেক সভাপতি ড: রজত কান্তি ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে বলেন, উদীচী একটি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক সংগঠন, মহান মুক্তিযুদ্ধে উদীচীর ভূমিকা অবিস্মরনীয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধে তিনি সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি কমরেড খন্দকার লুৎফর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবেই সারা বিশ্বে পরিচিত। মুক্তিযুদ্ধে বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান এক হয়ে দেশকে সাম্প্রদায়িক পাকিস্তানের হাত থেকে স্বাধীন করে। এজন্য এদেশে সকলের অধিকার সমান। তিনি বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক হাঙ্গামার তীব্র সমালোচনা করেন এবং তাহা বন্ধে তিনি সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্যপ্রদীপ ভট্টাচার্য সজল,বিশিষ্ট লেখক প্রভাষক সিপার আহমদ,রাজনীতিবিদ রফিকুল ইসলাম টিপু, কুলাউড়া শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক বিপুল চক্রবর্তী, রাজনীতিবিদ হোসেইন মনসুর, সাংস্কৃতিক কর্মী নান্টু দাস, দিলীপ ঘোষ, সাংবাদিক লেখক শহিদুল ইসলাম তনয়। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ভাষাসৈনিক আব্দুর রাজ্জাক চৌধুরী, উপজেলা টি এস এস এর সাধারণ সম্পাদক সুজিত দে, প্রভাষক সজল মল্লিক,ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, প্রভাষক আবদুল খালিক, প্রভাষক অনিরুদ্ধ রায় চন্দন,উপজেলা টি এস এস এর অর্থ সম্পাদক শ্যামল দাস সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।